ক্রীড়া প্রতিবেদক

  ৩০ নভেম্বর, ২০১৮

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

এসিসি ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে টেস্ট দলগুলোর অনূর্ধ্ব-২৩ দল ও আইসিসি সহযোগী দেশগুলোর জাতীয় দল অংশ নিয়ে থাকে। তবে টেস্ট খেলুড়ে দেশগুলো চারজন সিনিয়র ক্রিকেটার দলে নিতে পারবে। সেই হিসেবে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।

এবারের আসর যৌথভাবে আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। মূলত রাজনৈতিক কারণে ভারত পাকিস্তানে দল পাঠাবে না, আর তাই আগামী ৬ ডিসেম্বর থেকে দুই দেশে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান ও ওমানকে আতিথেয়তা দেবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের ম্যাচগুলো আয়োজন করবে পাকিস্তান। যুবা টাইগাররা ছাড়াও গ্রুপের অন্য দলগুলো হচ্ছেÑ পাকিস্তান, হংকং ও আরব আমিরাত। ১৩ ডিসেম্বরের দুই সেমিফাইনাল ও ১৫ ডিসেম্বরের ফাইনালের আয়োজক হবে শ্রীলঙ্কা। বাংলাদেশ টুর্নামেন্টের উদ্দেশে ঢাকা ছাড়বে ৪ ডিসেম্বর। ৬ ডিসেম্বর টাইগাররা প্রথম ম্যাচ খেলবে আরব আমিরাতের বিপক্ষে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহঅধিনায়ক), নাজমুল হাসান শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মোহর শেখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close