জোবায়ের রাজু

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৪

শীতের এই সময়

ভাপা পিঠার মাতাল সৌরভ

যখন লাগে নাকে,

নিদ্রা তখন আর থাকে না

চক্ষু নদীর বাঁকে।

শরীর থেকে লেপ সরাতে

ভীষণ অলস লাগে,

শীত পড়েছে ইচ্ছেমতো

কুসুম কলির বাগে।

শরীরে আমার লেগে গেল

শীতের নরম ছোঁয়া,

কুয়াশাকে দূর থেকে

মনে হয় ধোঁয়া।

ওইযে পাখি খেলছে দেখো

পদ্মপুকুর পাড়ে,

তারা নাকি দূরদেশ থেকে

এসেছিল উড়ে।

আমরা তাদের নামি দিয়েছি

অতিথি পাখি,

ইচ্ছে করে সবগুলোকে

খাঁচায় ভরে রাখি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close