তাজ তাহমিনা মানিক

  ২৭ জানুয়ারি, ২০২৪

খোকার সাধ

মা ডেকেছে চাঁদ মামাকে

টিপ পরাতে আয়,

চাঁদ মামাও চাঁদ কপালে

চাঁদ পরায়ে যায়।

চাঁদের বুড়ি গল্পটা মা

রোজ শুনিয়ে যায়,

খোকার মনে সাধ জেগেছে

যাবে চাঁদের গাঁয়।

মায়ের বাধ্য পরীগুলো

ডাকলে ছুটে আসে,

তাদের ডানায় চরে খোকা

খোকা চাঁদের দেশে।

পঙ্খিরাজে চড়ে খোকা

স্বপ্ন করবে পূরণ,

মায়ের জন্য আনবে খোকা

চন্দ্রালোকের কিরণ।

মা ছেলে আর চাঁদ মামাটা

থাকবে সুখে বেশ,

ভাবছে খোকা দেখবে কবে

ওই না চাঁদের দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close