প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০২২

করোনা নিয়ে চিন্তায় ভারত সংক্রমণ আরো বেড়েছে

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই সংখ্যা প্রায় পৌনে তিন লাখে পৌঁছেছে। দৈনিক প্রাণহানিও রয়েছে তিনশর ওপরেই। এ ছাড়া করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগী ও শনাক্তের হার। খবর এনডিটিভির।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গতকাল রবিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ৭১ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা শনিবারের তুলনায় ২ হাজার ৩৬৯ জন বেশি। দেশটিতে মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৮ শতাংশ। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৪ জন। এই নিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৬৬ জনে। অন্যদিকে ভারতে এখন পর্যন্ত ৭ হাজার ৭৪৩ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে দেশটির ২৮টি রাজ্যে শনাক্ত হয়েছে ওমিক্রনের সংক্রমণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close