আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ জুলাই, ২০২০

করোনায় যুক্তরাষ্ট্রে এক দিনে রেকর্ড মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমের পাঁচটি রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার ওই পাঁচ রাজ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। আরকানসাস, ফ্লোরিডা, মন্টানা এবং ওরিগন রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। মৃত্যুর হার বেড়ে গেছে ক্যালিফোর্নিয়াতেও।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এক হাজার দুই শতাধিক মানুষ করোনায় মারা গেছে। মে মাসের পর গতকাল মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। ফ্লোরিডার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ২৪ ঘণ্টায় একশ ৯১ জন করোনায় মারা গেছে। এর আগে গত সোমবার টেক্সাসে ছয় হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৪ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন এবং মারা গেছে এক লাখ ৫২ হাজার তিনশ ২০ জন। আক্রান্তদের মধ্যে ২১ লাখ ৮৫ হাজার আটশ ৯৪ জন সেরে উঠেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২১ লাখ ৬০ হাজার ১২১ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছে ১৮ হাজার ৯৯২ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close