আন্তর্জাতিক ডেস্ক

  ২১ মে, ২০২০

৩০০ কোটি গাছ রোপণের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

জীববৈচিত্র্য সংকট মোকাবিলায় ৩০০ কোটি গাছ রোপন করার পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে ইউরোপিয়ান কমিশন। আগামী ১০ বছরে (২০৩০ সালের মধ্যে) এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

একটি পরিবেশবাদী এনজিও কর্তৃক অনলাইনে প্রকাশিত খসড়া পরিকল্পনার নথিতে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

খসড়া নথিতে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে জীববৈচিত্র্য সুরক্ষা অসম্পূর্ণ, পুনপ্রতিষ্ঠা খুব সামান্য এবং আইনের বাস্তবায়ন ও প্রয়োগ অপর্যাপ্ত।

ফাঁস হওয়া নথিতে যে কৌশলের কথা উল্লেখ করা হয়েছে সেটিকে স্বাগত জানিয়েছেন বিজ্ঞানী ও পরিবেশবাদী সংগঠনগুলো। তবে তারা বলছেন, এখনও তা বাস্তবায়নে অনেক কিছুর অভাব রয়েছে। এমনকি এর আগের লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি।

নতুন কৌশলে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ভূমি ও সাগরের প্রায় এক-তৃতীয়াংশ সুরক্ষিত অঞ্চল হবে। এখন ভূমির ২৬ শতাংশ ও সাগরের ১১ শতাংশ সুরক্ষিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close