আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ অক্টোবর, ২০১৯

চীনকে ভাঙার চেষ্টা করলে ধ্বংস হতে হবে : শি জিনপিং

চীনকে কেউ বিভক্ত করার চেষ্টা করলে তাদের ধ্বংস হতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, কেউ এমন সাহস দেখালে হাড় গুঁড়ো করে দেওয়া হবে।

প্রায় চার মাস ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হংকং। কর্তৃপক্ষের বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ শুরু হয়েছে বিতর্কিত বন্দি বিনিময় বিলকে কেন্দ্র করে। ওই বিলে বলা হয়েছে, হংকংয়ে কেউ গ্রেফতার হলে তাকে চীনের হাতে তুলে দেওয়া যাবে। কিন্তু চীনের বিচার ব্যবস্থা ভিন্ন। তাই এই বিলের বিপক্ষে শক্ত অবস্থান নেয় হংকংয়ের জনগণ।

খসড়া আইনটি বাতিলের দাবিতে বিক্ষোভ দিন দিন আরো সহিংস হয়ে উঠছে। লাখ লাখ মানুষ তিন মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছে। প্রথমে প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলেও পরে ধীরে ধীরে তা নিজেদের স্বাধীনতার দাবিতে পৌঁছেছে।

গত রোববার নেপালে সফরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওই হুশিয়ারি বার্তা প্রকাশ করা হয়েছে। জিনপিংয়ের বরাত দিয়ে মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, যারাই চীনের কোনো অংশে বিভক্তির চেষ্টা করবে তাদের হাড় গুঁড়ো করে দেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close