আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

কানাডায় ইরানের সম্পদ বিক্রি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাল তেহরান

কানাডার রাজধানী অটোয়ার এই ভবন ও জমি ইরানের মালিকানায় থাকা সত্ত্বেও তা বিক্রি করে দিয়েছে অটোয়া।

কানাডার রাজধানী অটোয়ার এই ভবন ও জমি ইরানের মালিকানায় থাকা সত্ত্বেও তা বিক্রি করে দিয়েছে অটোয়া। কানাডায় ইরানের দুটি সাংস্কৃতিক ভবন বিক্রি করে এর অর্থ জব্দ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেহরান। সম্প্রতি কানাডা সরকার সেদেশের একটি আদালতের রায় বাস্তবায়নের নামে রাজধানী অটোয়া ও টরেন্টো শহরে অবস্থিত ওই দুই ইরানি ভবন বিক্রি করে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, কানাডার আদালতের রায় সম্পূর্ণ বেআইনি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

কানাডার একটি আদালত বিশ্বব্যাপী কথিত সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়ার অজুহাত দেখিয়ে ইরানি ভবনগুলো বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close