রাঙামাটি প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

বড়থলি ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

রাঙামাটি বিলাইছড়ির দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে বড়থলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেন বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে বড়থলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তার নিজের এক আত্মীয়র বাড়িতে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বান্দরবান উপজেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন জানান, দুর্বৃত্তের গুলিতে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মঙ্গলবার রাতে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নত না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close