বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

রাজশাহী নগরে বাসাবাড়িতে গ্যাস সংযোগ শুরু

মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল সোমবার রাজশাহী নগরীতে বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ ফরম বিতরণের মাধ্যমে শিল্প-বাণিজ্যিক ও আবাসিক ক্ষেত্রে গ্যাস সংযোগ প্রদানের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছেন তিনি। এ ছাড়া আবাসিক গৃহে গ্যাস সংযোগ নিতে যে ২১ হাজার জন আবেদন করেছেন, তাদের গ্যাস প্রদান কাজ শিগগিরই শুরু হবে বলেও জানিয়েছেন মেয়র। মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন দেশসেরা গ্রাহক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান, বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড রাজশাহী আঞ্চলিক কার্যালয়। গতকাল সোমবার খড়খড়ি টিবিএস ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ২০০৫-০৬ সালে আমরা রাজশাহীতে গ্যাস সংযোগ পেতাম। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দলের একজন রাজপুত্রের কারণে তখন রাজশাহীকে বাদ দিয়ে বগুড়ায় গ্যাস সংযোগ দেওয়া হয়। এটি আমাদের জন্য অনেক কষ্টের ছিল। তবে পরে প্রধানমন্ত্রীর কাছে দাবি করে রাজশাহীতে গ্যাস সংযোগ নিয়ে আসি। ২০১৩ সালের জুন মাসে আমরা প্রথম আবাসিকে গ্যাস সংযোগ পাই।

তিনি বলেন, রাজশাহীতে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সংযোগ বেশি দরকার। আজ বাণিজ্যিক খাতের জন্য গ্যাস সংযোগের ফরম বিতরণ করলাম। এ সংযোগ প্রদান কাজ অব্যাহত থাকবে। আর আবাসিক গৃহে রাজশাহীতে এখন পর্যন্ত ৯ হাজার ৩৬৪ জনকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। যে ২১ হাজার জন আবাসিক গৃহে গ্যাস সংযোগ নিতে আবেদন করেছেন, তাদেরও সংযোগ দেওয়ার ব্যবস্থা শিগগিরই শুরু হবে।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সন্তান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় রাজশাহীতে ব্যাপক উন্নয়ন হবে। আগামী ১০ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর দ্রুত শিল্পায়ন করা হবে, রাজশাহীতে গার্মেন্ট হবে। আমি নির্বাচনী যে কথাগুলো দিয়েছি, সেগুলো একে একে বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, রাজশাহীতে বাণিজ্যিক খাতে ২৮১ জনকে গ্যাস সংযোগ প্রদানের অনুমতি মিলিছে। গতকাল সোমবার ১৫ ব্যবসায়ীকে বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ প্রদানের ফরম বিতরণ করেন মেয়র।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মণি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান পাটোয়ারী, স্থানীয় পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুলু প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close