চাকরি ডেস্ক

  ০৫ আগস্ট, ২০১৭

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসে নিয়োগ

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) জোনাল ম্যানেজার পদে ১০ জন, এরিয়া ম্যানেজার পদে ২০ জন, সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে ১০০ জন এবং শাখা ব্যবস্থাপক পদে ১০০ জন নিয়োগ দেবে। আবেদন করা যাবে ১৩ আগস্ট পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

জোনাল ম্যানেজার পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর। পিকেএসএফের সহায়তামূলক এনজিওতে কমপক্ষে ১২ বছরের কাজের অভিজ্ঞতার পাশাপাশি এরিয়া ম্যানেজার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৪২ বছর। এরিয়া ম্যানেজারের যোগ্যতা স্নাতকোত্তর। ঋণ কর্মসূচিতে ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার পদে পাঁচ বছরের অথবা এরিয়া ম্যানেজার বা সমপদে দুই বছরের কাজের অভিজ্ঞতাসহ মোটরসাইকেল চালানো জানতে হবে। বয়সসীমা ৪০ বছর। সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে যোগ্যতা স্নাতকোত্তর। বয়সসীমা ৩২ বছর।

শাখা ব্যবস্থাপক পদে স্নাতকসহ একই পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা ও মোটরসাইকেল চালনা জানতে হবে। বয়সসীমা ৩৮ বছর। সব পদের জন্যই এমএস ওয়ার্ড, এক্সেল প্রোগ্রামের কাজ জানতে হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদনে মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত থাকতে হবে। সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি যুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

পরিচালক (প্রশিক্ষণ ও মানবসম্পদ) বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি ১৮৩, ইস্টার্ন রোড, লেন-২, মহাখালী ডিওএইচএস, ঢাকা-১২০৬। পদ অনুসারে ফেরতযোগ্য জামানত রাখতে হবে।

নিয়োগ পরীক্ষা ও প্রস্তুতি

সব পদের জন্যই ৭০ নম্বরের লিখিত এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা একই দিনে নেওয়া হবে। ক্ষুদ্রঋণ ও হিসাবসংক্রান্ত প্রশ্ন করা হয়ে থাকে। ঋণ কার্যক্রম পরিচালনার নীতিমালা সম্পর্কে ধারণা রাখতে হবে।

বেতন-ভাতা

তিন মাস শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিস শেষে জোনাল ম্যানেজার স্থানভেদে ৪১৮৪২-৫০০৭৬ টাকা, এরিয়া ম্যানেজার ৩৩২৮৪-৩৯৯৩১ টাকা, সিনিয়র শাখা ব্যবস্থাপক ৩০১৪০-৩৬১৯৭ টাকা এবং শাখা ব্যবস্থাপক ২৭৯৩০-৩৩৫০৪ টাকা মাসিক বেতন পাবে। এ ছাড়া উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এলপিআর, ইনক্রিমেন্ট, বিমাসহ বেশ কিছু সুবিধা পাবেন। রয়েছে পদোন্নতির সুযোগ।

সূত্র : কালের কণ্ঠ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist