বিনোদন প্রতিবেদক

  ২২ অক্টোবর, ২০২৪

শাকিব-সিয়ামের ছবি নিয়ে রহস্য

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়ক সিয়াম আহমেদের একটি ছবি। ছবিতে দেখা যায়, দেয়ালে হেলান দিয়ে গল্প করছেন তারা। রবিবার (১৯ অক্টোবর) দুপুর থেকে এক ফ্রেমে দুই হিরোকে দেখে নানা জল্পনার পর অবশেষে জানা গেল ছবিটির

আসল রহস্য।

একটি প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন শাকিব খান। এবার এই প্রতিষ্ঠানের দূত হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর ভাইরাল ছবিটিও সে সূত্রেই তোলা।

জানা যায়, গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। চুক্তিস্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আরেক নায়ক মামনুন হাসান ইমনও। এর আগে পরী মনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা, কেয়া পায়েল, সাবিলা নূরের মতো তারকারা শাকিবের কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছেন। তাদের পর এবার যুক্ত হলেন অভিনেতা সিয়াম। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাবে শাকিব খানের কোম্পানি।

আগামী ১ নভেম্বর পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’। এ ছাড়া মুক্তির তালিকায় রয়েছে তার আরেক সিনেমা ‘দরদ’। অন্যদিকে সিয়াম আহমেদ ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘জংলী’ নিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close