বিনোদন প্রতিবেদক

  ২১ অক্টোবর, ২০২৪

প্রকাশ্যে শাহনূরের ‘বৃষ্টি এলে’

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গেছেন চিত্রনায়িকা শাহনূর। সেখানে গিয়ে কয়েকটি স্টেজ শোতে অংশগ্রহণ করেছেন। আবার সম্মাননা অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। এরই মধ্যে দুদিন আগে ইউটিউবে প্রকাশিত হলো তার একটি আবৃত্তির ভিডিও ‘বৃষ্টি এলে’। আবৃত্তির ভিডিওতে অভিনয় করেছেন তিনি। আবৃত্তি করেছেন পাভেল আল মামুন ও তিসন সেনগুপ্ত। এ ধরনের আবৃত্তির ভিডিওতে এর আগে শাহনূরকে দেখা যায়নি। বেশ শৈল্পিকভাবে বৃষ্টিভেজা দৃশ্যে শাহনূর ভেজা শরীরে নিজেকে উপস্থাপন করেছেন। এদিকে আজ যুক্তরাষ্ট্রের কুইন্স প্যালেস অডিটোরিয়ামে একটি কালচারাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শাহনূর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন চন্দ্রা রায় (রথীন্দ্র নাথ রায়ের মেয়ে)’-সহ অনেকে।

শাহনূর বলেন, ‘বৃষ্টি এলের কাজ আসলে বেশ কিছুদিন আগে করা। আবৃত্তিটা আমার কাছে ভালো লাগায় কাজটি করতে আগ্রহ প্রকাশ করি। আবৃত্তির ভিডিওটি প্রকাশের পর বেশ ভালোই রেসপন্স পাচ্ছি। আর আজ কুইন্স প্যালেসে একটি কালচারাল অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। এখানে আমেরিকায় প্রবাসী বাংলাদেশি অনেক শিল্পীই অংশগ্রহণ করবেন। সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভেবে যে আমাদের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী আপুর সঙ্গেও আজ দেখা হবে। আশা করছি, সময়টা বেশ উপভোগ্য হয়ে উঠবে।’ এদিকে শাহনূর তার অভিনয় জীবনের দুই যুগ পার করছেন। অনেক ব্যবসাসফল সিনেমার নায়িকা তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close