বিনোদন প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০২৪

পরামর্শ অনুযায়ী কাজ করব : মৌসুমী

বাংলাদেশের সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী বেশ কিছুদিন ধরেই সুদূর আমেরিকায় আছেন। সেখান থেকেই তিনি মানিকগঞ্জের ধামরাইয়ের বাথুলিবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কয়েক দিন আগেই বাথুলিতে চিত্রনায়ক ওমর সানীর হাত ধরেই ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি বাংলা হোটেল হাইওয়ে রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়। যাত্রার শুরুতেই বাথুলিবাসীর কাছ থেকে ভীষণ সাড়া মিলে। যে কারণে বাথুলিবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে মৌসুমী ‘ওমর সানী ভøগস’-এ একটি ভিডিও পোস্ট করেন।

মৌসুমী বলেন, ‘প্রিয় বাথুলিবাসী, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আলহামদুলিল্লাহ, আপনাদের রেসপন্স দেখে আমার খুব ভালো লেগেছে। আমাদের প্রত্যাশা, আপনারা সময় পেলে অবশ্যই চাপওয়ালায় আসবেন। আর আমরা যেন আরো ভালো কিছু করতে পারি, সে জন্য আপনাদের কাছে পরামর্শও চাই। সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। ভালোমন্দ সবই আমাদের বলবেন, কোনটা ভালো লাগছে, কোনটা লাগছে না। তাতে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে, সুন্দর ও সচল থাকবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই দেশে এলে দেখা হবে সবার সঙ্গে ইনশাআল্লাহ। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।’ মৌসুমী আমেরিকাতেও বিভিন্ন শোতে অংশগ্রহণ করছেন। সেখানেও বিভিন্ন সংগঠন কর্তৃক তার অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সম্মাননাতেও ভূষিত হচ্ছেন। মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে জাহিদ হোসেনের ‘সোনার চর’। এতে তার বিপরীতে ছিলেন ওমর সানী। ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পায় মৌসুমী অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালের ২ আগস্ট তিনি চিত্রনায়ক ওমর সানীকে

বিয়ে করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close