বিনোদন প্রতিবেদক

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

অ্যামাজন প্রাইমে ‘ওরা ৭ জন’

নির্মাতা খিজির হায়াত খান তার দীর্ঘ পরিশ্রমে নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। ছবিটি এরই মধ্যে সিনেমা হলে মুক্তি পেয়েছে। দর্শক-সমালোচকদের কাছে ছবিটি প্রশংসিতও হয়েছে। কিন্তু অনলাইনে মুক্তির ক্ষেত্রে নানা জটিলতায় অভিমানের কথা জানিয়েছিলেন নির্মাতা খিজির হায়াত খান। একসময় অভিমান ও ক্ষোভে বলেছিলেন, তিনি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ছবিটি বিনামূল্যে অবমুক্ত করবেন।

এ প্রসঙ্গে নির্মাতাণ্ডঅভিনেতা খিজির হায়াত খান বলেন, ‘ছবিটি ফাইনালি প্রাইম অ্যামাজনে ডিজিটাল রিলিজ হচ্ছে। বিষয়টি আমাদের জন্য সম্মানের। আফসোসের বিষয় হলো মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটি চলচ্চিত্র নির্মাণের পরও আমি দেশের কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট পাইনি। আমরা এত বড় বড় কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধের একটি মানসম্পন্ন ছবি নিয়ে এরকম অবহেলা সত্যিই আমাকে অবাক করেছে। কেউ কেউ পুরো ছবির স্বত্ব চেয়ে এমন একটা অ্যামাউন্ট বলেছে, যে অর্থ আমার গোটা মুভির খাবার খরচেরও কম! সে কারণেই আমি অভিমান থেকে বিনামূল্যে প্রকাশের কথা বলেছিলাম। যাই হোক ছবিটি বড় একটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের খবর।’

উল্লেখ্য প্রায় চার কোটি টাকা বাজেটে নির্মিত ‘ওরা ৭ জন’ ছবিটি মুক্তির পর খিজির হায়াত তার নতুন ছবির কাজ শুরু করেছেন। নতুন এই ছবির নাম ‘সাম্রাজ্য’। গডফাদার ট্রিলিজির আদলে তারই বাংলা ভার্সন হিসেবে নির্মাণ করতে চান নির্মাতা এই ছবিটি। এরই মধ্যে স্ক্রিপ্টের কাজ শুরু করেছেন। ২০২৪-এ এই ছবিটির কাজ শুরু করতে চান বলে জানালেন তিনি। খিজির হায়াতের ‘ওরা ৭ জন’ ছবির অন্যতম একটি চরিত্রে কাজ করেছেন গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম। মম বলেন, ‘খিজির হায়াত খান খুবই প্যাশনেট একজন নির্মাতা। তার ছবিগুলোর সাবজেক্ট গতানুগতিক না। ছবিটি প্রাইম অ্যামাজনে অবমুক্ত হচ্ছে, জেনে ভালো লাগল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close