reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুন, ২০২২

‘গীতি আলেখ্য উৎসব’র ‘রাগলহরী’

রবিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন নতুন প্রজন্মের একঝাঁক শিল্পী উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘গীতি আলেখ্য উৎসব’র ‘রাগলহরী’। পুরো অনুষ্ঠানটি শাস্ত্রীয় নিয়মের প্রহর বিভাজনে আটটি প্রহরকেই উপস্থাপন করা হয়েছে এবং সম্ভবত বাংলাদেশ একটি অনুষ্ঠানে শাস্ত্রীয় আটটি প্রহরের উপস্থাপন এবারই প্রথম। সেখানে ছিলেন অনন্যা আচার্য্য, ভবসিন্ধু, শোভন মজুমদার, তাসাউফ তাজিম, রুদ্র দাস, বিটু শীল, মিতাজুল হাসান ইমন, সিতাব তাহমিদ, মাহমুদুল হাসান, শান্তনু, অনিন্দিতা সাহা, আফরোজা রূপা। এই আয়োজনের মূল ভাবনা ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রায় চার মাসের পরিকল্পনা, গবেষণা, কণ্ঠ বাছাই এবং প্রশিক্ষণ, কম্পোজিশনসহ পুরো দায়িত্বটি যার ওপরে ছিল, তিনি শেখ জসিম

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close