বিনোদন প্রতিবেদক

  ২৮ জুন, ২০২২

একই নাটকে তারা...

দর্শকপ্রিয় অভিনেতা, নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে এর আগে চিত্রনায়িকা পপি, সিমলা, রত্নাসহ অনেকেই অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল। আগামী ঈদের জন্য হাসান জাহাঙ্গীর নির্মাণ করছেন সাত পর্বের ঈদ ধারাবাহিক ‘বডিগার্ড’। এটি রচনাও করেছেন হাসান জাহাঙ্গীর। গত রবিবার থেকে রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

হাসান জাহাঙ্গীর জানান, এই নাটকে আঁচল একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার নাম আঁচলই থাকে। অমিত হাসান অভিনয় করেছেন একজন বিজনেসম্যানের চরিত্রে, যেখানে প্রথমত দেখা যাবে যে, তিনি আঁচলের স্বামী, কিন্তু তা নয়। তিনি মূলত আঁচলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচন করতে চান, নির্বাচনে জয়লাভ করতে চান। নাটকটি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘বডিগার্ড-এর গল্প মূলত আমাকে ঘিরেই। আমিই বডিগার্ড। বলা যায়, পুরো নাটকে আমি বোবা চরিত্রে অভিনয় করি। গল্পটি থ্রিলারধর্মী রোমান্টিক গল্পের নাটক। আঁচল ভালো অভিনেত্রী। তার চরিত্রে চমৎকার অভিনয় করেছে। আর অমিত ভাই, ডন এককথায় অনবদ্য। কারণ তারা তো আসলে দর্শক সমাদৃত অভিনেতা। তাই আমি বিশ্বাস করি, আমাদের সবার সমন্বয়ে এই কাজটি দর্শক সাদরে গ্রহণ করবে।’

অমিত হাসান বলেন, ‘সাধারণত আমি নাটকে অভিনয় করি না। কিন্তু হাসান জাহাঙ্গীরের প্রস্তাবনা এবং বডিগার্ড’-এ চরিত্রটি ভালো লেগেছে বিধায় নাটকটিতে অভিনয় করছি। চরিত্রে ভ্যারিয়েশন আছে, দর্শকের ভালো লাগবে।’ নাটকে ডন অভিনয় করেছেন তেরা বাবু চরিত্রে। এই চরিত্রটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে বলে জানান হাসান জাহাঙ্গীর। হাসান জাহাঙ্গীর সর্বশেষ রত্নার বিপরীতে অভিনয় করেছেন ‘নায়িকার মা এখন নায়িকা’। এটি রচনা করেছিলেন সজীব চিশতি এবং পরিচালনা করেছিলেন এস এম রুবেল রানা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close