বিনোদন প্রতিবেদক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৮

পরীমণির স্বপ্নজাল দেখা হবে ২৫ ফেব্রুয়ারি

নতুন নীতিমালায় যৌথ প্রযোজনার দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে সেন্সরে জমা পড়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির ‘স্বপ্নজাল’ সিনেমাটি। নতুন প্রিভিউ কমিটিতে বেশ প্রশংসিত হয়েই ছবিটি সেন্সরে যাওয়ার অনুমতি পেয়েছে। এটি নির্মাণ করেছেন ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।

ছবিটি আগামী ২৫ ফেব্রুয়ারি রোববার সেন্সর বোর্ডে প্রদর্শিত হতে যাচ্ছে। এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন। তিনি গতকাল একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘বেশ কয়েক দিন আগে ছবিটি প্রিভিউ কমিটির অনুমোদন পেয়ে সেন্সরে জমা পড়েছে। ২১ ফেব্রæয়ারি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের নানা ব্যস্ততায় এটির প্রদর্শনীতে খানিক বিলম্ব হলো। আগামী ২৫ ফেব্রæয়ারি ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির পরিচালককেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। কোনো ত্রæটি না থাকলে আগামী সপ্তাহেই ছবিটিকে মুক্তির ছাড়পত্র দেওয়া হতে পারে।’

ছবির নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানান, ‘আমরা ছবিটির মুক্তির অনুমতির অপেক্ষায় রয়েছি। তারপর এর মুক্তির তারিখ চ‚ড়ান্ত করা হবে। আমিও শুনেছি ২৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখবেন। আশা করছি আনকাট ছাড়পত্র পাবে ‘স্বপ্নজাল’ ছবিটি।’

সম্প্রতি প্রকাশ হওয়া ছবিটির ট্রেলারে আভাস মিলেছে দুটি প্রাণের বাঁধনহারা এক প্রেমের গল্প ‘স্বপ্নজাল’। নদীতীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। ডাকাতি, সংঘাত, গুম, আর ক‚টকৌশলের পঙ্কিল আবর্তে দুই প্রেমিক-প্রেমিকার বিচ্ছিন্ন হয়ে পড়া। কিন্তু হৃদয় তো বাঁধা মানে না। দুজনের মনের আকুলতায় তৈরি হয় আরেক প্রেমগাথা।

এপার বাংলা থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা প্রযোজনা করছে ‘স্বপ্নজাল’। এখানে পরীমণির চরিত্রের নাম শুভ্রা। এ ছবিতে একেবারেই ভিন্ন লুকে পরীমণিকে দেখা গেছে। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। এ ছাড়া দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা এতে অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist