reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুলাই, ২০২২

কাজী লাবণ্য

জন্মাধিকার

চাইতে হবে কেন!

রোদ্দুর কি কেউ চায়! চাইতে কি হয়, চাঁদের আলো!

সবুজ ঘাস!

ফুলের সুবাস!

বৃষ্টির সহজ মোহর আশীর্বাদ হয়ে ঝরে

পাখির গান, কুহুতান, মন যে কেমন করে

আজন্মের অধিকার হাঁটার মাটি, দৌড়ের মাঠ

পূর্বপুরুষের আগের পুরুষরাও খেলেছিল সেই সে গোপাট

বাবার আদর মায়ের চুমুর মতোই তোমার-আমার

আমাদের হাওয়া ময়দান

অধিকার কাড়ে যে, সে কোন শয়তান

জোড়া পায়ের ছোটাছুটি, পড়ে গিয়ে ওঠাওঠি-

কাবাডি, লুকোচুরি, বরফপানি, হাউস দ্যাট

ডাংগুলি, দাঁড়িয়াবান্ধা, প্লাস্টিক বা কাঠের ব্যাট

এক দিন,

চোর-পুলিশের পুলিশ নয় ইউনিফর্ম আর বুট এসে

সত্যি সত্যিই

টুটি চিপে ধরে হুল্লোড়গুলোর

শৈশব-কৈশোর ধুলা সবুজ ঘাসগুলোর

স্তব্ধ হয় চারপাশ,

মায়ের মুচলেকায় মুচকি হাসি নয়

জনগণের জোর দাবিতে দাবানলও জন্ম লয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close