reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুলাই, ২০২২

মনসুর হেলাল

মনস্তাপ

এতটা নিকটে নয়

কিছুটা আড়ালে, আবডালে

রোদ ও জোছনার মতো

সারলিক ব্যবধানে।

এতটা উদার্যে নয়, স্পর্শে নয়

চাই রক্তঘামে

ধ্রুপদি উল্লাসে।

স্পর্শে কাতরতা বাড়ে

ম্লান হয় মুখ, এই বুক

ধুঁক ধুঁক কাঁপে

রূঢ় মনস্তাপে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close