টি এইচ মাহির

  ২৭ মে, ২০২৪

গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত সেন্ট গ্রেগরিজের ফাতিন

গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৪-এর মনোনয়ন পেয়েছেন ফাতিন সাদাব লিয়ান। আন্তর্জাতিক সংস্থা রাউন্ডটেবল প্রতি বছর ১১ থেকে ২৫ বছর বয়সি কিশোর-তরুণদের বিশ্বজুড়ে সামাজিক এবং পরিবেশগত প্রভাবের জন্য অনুপ্রেরণামূলক প্রকল্পের জন্য গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড দিয়ে থাকে। শিক্ষা, ক্ষমতায়ন, সৃজনশীলতা ও পরিবেশগত উদ্ভাবন, গবেষণা এবং কাজের জন্য তরুণ কিশোরদের অনুপ্রাণিত করতে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বব্যাপী তরুণদের ভালো কাজের প্রচার-প্রসার বাড়াতে রাউন্ডটেবল এক বিশাল পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। সেখানে প্রায় সত্তরের অধিক দেশের কিশোর, যুবকসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। একুশ শতকের তরুণরা যে পৃথিবীর সমাজবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকান্ডের বিপরীতে নতুন নতুন উদ্ভাবন এবং অনুপ্রেরণামূলক কাজ করছে, তা তুলে ধরা হয় এই আয়োজনে। এই আয়োজনে এবার বাংলাদেশের ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে মনোনয়ন পেয়েছে ফাতিন সাদাব লিয়ান। ফাতিন সাদাব লিয়ান ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করছে। ১৬ বছর বয়সি এই তরুণ কাজ করছে শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরিতে। করোনা মহামারির সময়ে অধিকাংশ মানুষ যখন অর্থনৈতিক দুর্দশায় মানসিক হতাশায় ভোগে, তখন ফাতিন বিষয়টি ফাতিনকে ভাবায়। তার নিজ বন্ধুদের বিষণ্ণœতা তাকে মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবায়। একজন প্রতিবেশী এবং একজন স্কুল সিনিয়রের আত্মহত্যার কথা শোনার পর, সে কিশোর-কিশোরীদের মধ্যে হতাশা এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে সোলাস টু ইয়ুথ নামক একটি সংস্থা শুরু করেছিলেন। মানসিক স্বাস্থ্যবিষয়ক ইতিবাচকতা সৃষ্টির লক্ষ্যে শুরু করল ব্লগ। মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক ব্লগের পাশাপাশি, উদীয়মান তরুণ তারকাদের ইচ্ছা ও কর্ম অভিজ্ঞতা তুলে ধরত ব্লগের মাধ্যমে। তারা স্কুলপর্যায়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার, ওয়ার্কশপ, ক্যাম্পেইন ও পরিসংখ্যন করে থাকেন। তা ছাড়া ফাতিন রক্তদানে একটি নিরাপদ ইকোসিস্টেম তৈরিতে প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২২ জয়ী প্রজেক্ট ব্লাডব্যাগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close