অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর, ২০২০
আইইউবিএটিতে খাদ্য নিরাপত্তা ও বাস্তুসংস্থান-বিষয়ক সেমিনার

------
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, উপ-উপাচার্য, আইইউবিএটি; মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব (এসডিজি), প্রধানমন্ত্রীর কার্যালয়; জিয়াউল হক, পরিচালক, পরিবেশ অধিদপ্তর; ড. মো. নাসির-উদ-দৌলা, পরিচালক, বিসিসিট; শিমুল সেন, সিনিয়র সহকারী প্রধান, পরিকল্পনা কমিশন; অধ্যাপক আমজাদ হোসেন, কার্টিন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া; ড. মোহাম্মদ রেহান দস্তগীর, উপপরিচালক আইআইএসএস; অধ্যাপক ড. মিহির কুমার রয়, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ, সিটি বিশ্ববিদ্যালয়; ড. ফেরদৌস আহমেদ, সহকারী পরিচালক, আইআইএসএস; ড. সায়মা আক্তার, সহকারী অধ্যাপক, আইইউবিএটি। সেমিনারে করোনা ভাইরাস মহামারিকালীন খাদ্য নিরাপত্তা ও বাস্তুসংস্থান ব্যবস্থাপনার ওপর বিশদ আলোচনায় অতিথিরা বলেন, খাদ্য নিরাপত্তা আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতিথিরা আরো বলেন, কোভিড পরবর্তী বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে সচেতন থাকতে হবে। কৃষিতে অর্জিত সাফল্যকে ধরে রাখতে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনসহ ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা দরকার। করোনাকালে এবং মহামারি পরবর্তীকালে এ কথা আরো বিশেষভাবে প্রযোজ্য। টেকসই কৃষি ব্যবস্থায় চাষাবাদের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত অন্য দিকগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। টেকসই কৃষি পরিকল্পনা ও বাস্তবায়ন এমনভাবে করতে হবে যেন তা সম্পদ সাশ্রয়ী, সামাজিকভাবে সহায়ক, বাণিজ্যিকভাবে প্রতিযোগিতামূলক পরিবেশবান্ধব হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
"