প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ মার্চ, ২০২৪

সুপার টুইসডেতে ট্রাম্প ও বাইডেনের আধিপত্য

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে সুপার টুইসডেতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আধিপত্য বিস্তার করে জয় পেয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) একসঙ্গে ১৫টি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির প্রাইমারি (প্রার্থী বাছাই) ভোট অনুষ্ঠিত হয়েছে। এই জয়ের ফলে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন-ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এডিসন রিসার্চের তথ্য মতে, জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে হারিয়ে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসসহ এক ডজন অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রাইমারিতে জয় পেয়েছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যালি। তিনি শুধু ভার্মন্টে জয় পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close