প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ জানুয়ারি, ২০২৪

মালদ্বীপের সংসদে এমপিদের মধ্যে মারামারি

মালদ্বীপের সংসদের ভেতর মারামারির ঘটনা ঘটেছে। গত রবিবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন দিতে সংসদের বিশেষ অধিবেশন বসে। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়ান দুই এমপি।

মালদ্বীপের অনলাইন সংবাদমাধ্যম আধাদু জানিয়েছে, এদিন ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় এমপিরা একে-অন্যকে কিল-ঘুষিও মেরেছেন। মারামারির কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশে বাধা দেয় সরকার দলের এমপিরা। পরে বিরোধী দলের এমপিরা নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানায়। এরপরই তাদের মধ্যে মারামারি লেগে যায়।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজুর জোট একটি বিবৃতি দিয়েছে।

তারা বলেছে, মন্ত্রিসভার সংযোজন বিলে সম্মতি না দিয়ে বিরোধী দলের এমপিরা সাধারণ মানুষের ইচ্ছা বাধাগ্রস্ত করেছে। তারা স্পিকারের পদত্যাগও দাবি করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close