প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ আগস্ট, ২০২২

পারমাণবিক যুদ্ধে কেউই জিতবে না : পুতিন

পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না এবং এ ধরনের কোনো যুদ্ধ কখনো শুরু করা উচিত নয়। সোমবার এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশগুলোর এক সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন পুতিন। তিনি বলেন, ‘পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না। এ ধরনের যুদ্ধ কখনো হওয়া উচিত নয়।’

রয়টার্স বলছে, মূলত রাশিয়াকে একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে দেখাতেই এনপিটি সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে এমন বার্তা দিয়েছে মস্কো। আর এই চিঠির ভাষ্য রুশ রাজনীতিকদের আগের বক্তব্যগুলোর বিপরীত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close