প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০২২

শুদ্ধি অভিযানে বরখাস্ত ২৫ হাজার তালেবান

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত আড়াই হাজার ব্যক্তিকে বরখাস্ত করেছে। তালেবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। খবর পার্স টুডের।

তালেবান সরকারের শুদ্ধি অভিযানবিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি গত রবিবার কাবুলে বলেন, তার কমিশনের কাজ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ২ হাজার ৫১৪ তালেবান সদস্যকে বরখাস্ত অথবা আটক করা হয়েছে। অপরাধী তালেবান সদস্যদের শনাক্ত করার পদ্ধতি বর্ণনা করে লতিফুল্লাহ হাকিমি বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেওয়া তথ্য এবং মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত অভিযোগ আমলে নিয়ে তালেবান সদস্যদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালেবান সরকারের শুদ্ধি অভিযানবিষয়ক কমিশনের চেয়ারম্যান বলেন, যাদের তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের মধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরও রয়েছেন। নিজ কমিশনকে আফগান জনগণের স্বার্থ রক্ষাকারী হিসেবে উল্লেখ করে লতিফুল্লাহ হাকিমি বলেন, তালেবান সদস্যদের পবিত্র জীবনযাপন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর কিছু মানুষ তালেবানের নাম ভাঙিয়ে আফগান জনগণকে নানাভাবে উৎপীড়ন করে যাচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে রহস্যজনক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। ২০২১ সালের ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close