প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০২১

ইরাকে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটির কাছে ড্রোন হামলা

ইরাকের উত্তরাঞ্চলে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন মার্কিন বাহিনীর অবস্থানের কাছে ড্রোন হামলা হয়েছে বলে ওই অঞ্চলের কুর্দি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর হয়নি। প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। খবর রয়টার্সের।

ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা শনিবার প্রথমে জানায়, বিমানবন্দরটির কাছে তিনটি রকেট আঘাত হেনেছে। পরে আরেক বিবৃতিতে কুর্দি সন্ত্রাসবিরোধী বাহিনী জানায়, বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে।

স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলের এই বিমানবন্দরটিতে গত বছর বেশ কয়েকবার হামলা চালানো হয়েছিল, সেগুলোর মধ্যে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে চালানো হামলাও ছিল।

আগের ওইসব হামলার জন্য ইরানের মিত্র ইরাকি শিয়া মিলিশিয়া বাহিনীগুলোকে দায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এই মিলিশিয়া বাহিনীগুলো ইরাকে অবস্থানরত অবশিষ্ট আড়াই হাজার মার্কিন সেনা দেশটি না ছাড়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবশিষ্টাংশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীগুলোকে সহায়তা দিতে সেখানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক সামরিক জোট বাহিনী। শনিবারের ঘটনার বিষয়ে জোট বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close