আন্তর্জাতিক ডেস্ক

  ২০ নভেম্বর, ২০১৮

খাশোগি : ‘ভয়ানক’ খুনের রেকর্ডিং শুনেননি ট্রাম্প

সৌদি সাংবাদিক জামাল খাশোগির খুনের একটি রেকর্ডিংয়ে কী আছে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে, কিন্তু রেকর্ডিংটি তিনি নিজে শুনেননি বলে জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে রোববার ফক্স নিউজকে তিনি বলেছেন, এটি একটি পীড়াদায়ক টেপ, একটি ভয়ানক টেপ।

সর্বক্ষমতাবান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানই খাশোগিকে হত্যার আদেশ দিয়েছেন বলে মনে করে সিআইএ। তবে হোয়াইট হাউস এখনো সিআইয়ের সিদ্ধান্ত অনুমোদন করেনি। তাদের তদন্তের ফল নিয়ে সিআইএর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প।

সিআইএর অনুসন্ধানের ফল নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার আগেই ফক্স নিউজকে সাক্ষাৎকারটি দিয়েছেন ট্রাম্প।

বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলতে ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন সৌদি সরকারের সমালোচক হিসেবে পরিচিতি পাওয়া খাশোগি। কিন্তু কনস্যুলেটে প্রবেশ করার পরপরই তাকে খুন করে সৌদি গোয়েন্দারা।

এই ঘটনার কয়েকটি অডিও রেকর্ডিং তুরস্কের গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছায়। সম্প্রতি তুরস্ক এই রেকর্ডিংগুলো যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ মিত্র দেশগুলোর সঙ্গে শেয়ার করেছে।

ফক্সকে ট্রাম্প বলেছেন, শুধু শোনা ছাড়া টেপটিতে যা কিছু আছে সবই জানি আমি। এটা খুব সহিংস, খুব বিদ্বেষপূর্ণ ও ভয়ানক ছিল।

খাশোগি খুনের ঘটনায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ জড়িত আছেন, এমন প্রত্যক্ষ কোনো প্রমাণ তাদের কাছে নেই বলে জানিয়েছে সিআইএ, কিন্তু মোহাম্মদের অনুমোদন ছাড়া এমন একটি ঘটনা ঘটত না বলে বিশ্বাস সিআইএর কর্মকর্তাদের।

অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ ওই খুনের বিষয়ে কিছুই জানে না বলে দাবি করে আসছে সৌদি আরব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close