আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ নভেম্বর, ২০১৮

ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে সিএনএনের মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ানোর পর সিএনএন-এর প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা জিম অ্যাকোস্টার হোয়াইট হাউসে প্রবেশে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা এবং তার প্রেস পাস বাতিলের জেরে এ মামলা দায়ের হলো। এক বিবৃতিতে সিএনএন বলেছে, অ্যাকোস্টার প্রেস পাস ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে ওয়াশিংটন ডিসি ডিস্ট্রিক্ট কোর্টে মঙ্গলবার সকালে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিষেধাজ্ঞা দিয়ে ট্রাম্প সিএনএন এবং সাংবাদিক অ্যাকোস্টার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলায় বাদী হয়েছে সিএনএন এবং অ্যাকোস্টা। অভিযুক্ত করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিফ অব স্টাফ জন কেলি, প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স, হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক উপপ্রধান বিল শাইন, গোয়েন্দা পরিচালক জোসেফ ক্ল্যান্সি ও অপর কর্মকর্তা জন ডো’কে।

গত বুধবার সাংবাদিক অ্যাকোস্টার হোয়াইট হাউজে প্রবেশের প্রেস পাস বাতিল করে ট্রাম্প প্রশাসন। যা সিক্রেট সার্ভিস হার্ড পাস নামে পরিচিত। ওইদিনের এক সংবাদ সম্মেলনে প্রশ্নত্তোর পর্বে সীমান্তে শরণার্থীর ঢল ঠেকানোর ইস্যু থেকে শুরু করে অভিবাসনবিরোধী বিজ্ঞাপন প্রচার এমনকি ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়েও ট্রাম্পকে নানা চ্যালেঞ্জিং প্রশ্ন করে যাচ্ছিলেন অ্যাকোস্টা।

তার একের পর এক প্রশ্নবানে ট্রাম্প একপর্যায়ে বলে ওঠেন, যথেষ্ট হয়েছে। এবার মাইক্রোফোন রাখুন। তার এ কথার পরই হোয়াইট হাউজের এক নারী কর্মী এগিয়ে এসে অ্যাকোস্টার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অ্যাকোস্টা তাকে বাধা দেন। ট্রাম্প তাৎক্ষণিকভাবে সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান এবং একটু পরই ফিরে এসে অ্যাকোস্টাকে ‘অত্যন্ত রূঢ়’ ও ‘ভয়ঙ্কর’ ব্যক্তি বলে মন্তব্য করেন। ওই নারী কর্মীর সঙ্গে অ্যাকোস্টার আচরণকেও ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

হোয়াইট হাউস একজন সাংবাদিকের এমন আচরণ কখনো সহ্য করবে না। আর এ কারণেই তার প্রেস পাস বাতিল করা হয়েছে বলে পরে জানান হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। তবে অ্যাকোস্টাকে সমর্থন করে কথা বলেন অন্য আরেক সাংবাদিক। তিনি অ্যাকোস্টাকে অত্যন্ত পরিশ্রমী একজন প্রতিবেদক বলে মন্তব্য করেন। ওদিকে, সিএনএন বলেছে, অ্যাকোস্টা চ্যালেঞ্জিং সব প্রশ্ন করার কারণেই তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

অ্যাকোস্টার পক্ষ সমর্থন করেছে হোয়াইট হাউস করসপনডেন্টস অ্যাসোসিয়েশনও। তারা বুধবারের সংবাদ সম্মেলনে যা ঘটেছে তার জন্য অ্যাকোস্টার হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করাকে বাড়াবাড়ি আখ্যা দিয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে সিএনএন-এর মামলাকেও জোর সমর্থন দিয়েছে এ অ্যাসোসিয়েশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close