আন্তর্জাতিক ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৮

১১৪ বছরের জেল

থাইল্যান্ডের একজন সাবেক বৌদ্ধ ভিক্ষুককে ১১৪ বছরের কারাদ- দিয়েছে দেশটির এক আদালত। বিলাসবহুল জীবন-যাপনের জন্য তিনি পরিচিত। বৌদ্ধ ভিক্ষু উইরাফন সুকফনের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। খবর রয়টার্সের।

উইরাফন সুকফনের আইনজীবী ফানু সুকবানলি বলেন, তার মক্কেলের বিরুদ্ধে ৪০টির বেশি মামলা রয়েছে। থাইল্যান্ডের আইন অনুযায়ী, এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও সর্বোচ্চ ২০ বছরের বেশি কারাদ- দেওয়ার বিধান নেই। ফলে বিভিন্ন মামলায় ১১৪ বছর কারাদ- হলেও তাকে ২০ বছর কারাদ- ভোগ করতে হবে। উইরাফন সুকফনের আইনজীবী আপিল করার জন্য ৩০ দিন সময় পাবেন। তবে তিনি আপিল আবেদনের সময় বৃদ্ধির আবেদনও করতে পারবেন। আইনজীবী জানান, তিনি আপিল করবেন। উইরাফন সুকফনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক বালিকাকে ধর্ষণের অভিযোগও রয়েছে। সেই মামলাটিও বিচারাধীন। আগামী অক্টোবরে এই মামলার রায় হবে। ২০১৩ সালে ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যাতে দেখা যায় একটি ব্যক্তিগত বিমানে উইরাফন সুকফন প্রচুর নগদ টাকা হাতে নিয়ে বসে আছেন। তিনি ভক্তদের সঙ্গে জালিয়াতি করতেন এবং মেয়েদের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক করতেন। এসব অভিযোগ ওঠার পর তাকে ভিক্ষুর পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি ওই সময় যুক্তরাষ্ট্রে ছিলেন। পরে মার্কিন আদালত তাকে দেশে ফেরানোর নির্দেশ দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close