আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জুলাই, ২০১৮

যুদ্ধজাহাজ নির্মাণে অস্ট্রেলিয়া-ব্রিটিশ

কোম্পানির ২৬০০ কোটি ডলারের চুক্তি

অস্ট্রেলিয়ার জন্য নতুন যুদ্ধজাহাজ নির্মাণের জন্য ২৬০০ কোটি (২৬ বিলিয়ন) ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ব্রিটিশ প্রতিরক্ষা কোম্পানি বিএই। ইতালির ফিনকান্তিয়ের ও স্পেনের নাভাশিয়াকে পেছনে ফেলে এই চুক্তি স্বাক্ষর করল বিএই। এই চুক্তির আওতায় সাবমেরিনবিরোধী যুদ্ধজাহাজ নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনর খবরে বলা হয়েছে, যুদ্ধজাহাজগুলোর ডিজাইন করবে বিএই এবং নির্মাণ করবে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় কোম্পানি এএসসি শিপবিল্ডিং। অস্ট্রেলীয় সরকারের মতে, এই প্রকল্পে অস্ট্রেলিয়ায় অন্তত ৪ হাজার লোকের কর্মসংস্থান হবে।

শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়া জানায়, হান্টার শ্রেণির এই ফ্রিগেট অস্ট্রেলীয়দের দ্বারা, অস্ট্রেলীয় স্টিল ব্যবহার করে অস্ট্রেলিয়া নির্মাণ করবে।

প্রকল্প বাস্তবায়নে বিএইর সাবসিডিয়ারিতে পরিণত হবে এএসসি। অস্ট্রেলীয় সরকারের মতে, এই চুক্তির ফলে ফ্রিগেটগুলো নির্মাণ, জবাবদিহিতা ও সরবরাহের পুরো দায় বহন করবে বিএই। জাহাজগুলোর নির্মাণ শেষ হয়ে গেলে পুরো নিয়ন্ত্রণ নেবে অস্ট্রেলিয়া।

প্রকল্পের মোট অর্থের কতটুকু সরাসরি বিএই পাবে, সিএএনর পক্ষ থেকে জানতে চাইলে অস্ট্রেলিয়ার সরকার কোনও মন্তব্য জানায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist