আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে, ২০১৮

মুম্বাইয়ের শীর্ষ পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

ভারতের মুম্বাইয়ের অন্যতম শীর্ষ পুলিশ কর্মকর্তা হিমাংশু রায় আত্মহত্যা করেছেন। ৫৫ বছর বয়সী এ পুলিশ কর্মকর্তা ছিলেন মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) সাবেক প্রধান। বর্তমানে মহারাষ্ট্র পুলিশের এডিজি পদে ছিলেন তিনি। ঘটনার সময় তিনি অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, শুক্রবার মেরিন লাইনসে নিজ বাড়িতে নিজের রিভলভার থেকে গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনার দিন রিভলবার মুখে ঢুকিয়ে ট্রিগার টিপে দিয়েছিলেন এই কর্মকর্তা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। হিমাংশু ক্যানসারে ভুগছিলেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। বেশ কয়েকটি সাড়া জাগানো মামলার সমাধান করেছিলেন তিনি। আইপিএল স্পট ফিক্সিং, বলিউড অভিনেত্রী লায়লা খান ও তার পরিবারের হত্যাকান্ড এবং সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকান্ড মামলার তদন্তও হিমাংশু করেছিলেন। এসব অবদানের কারণে সর্বত্র বেশ সমাদৃত ছিলেন এই পুলিশ কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist