আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মার্চ, ২০১৮

ট্রাম্প জামাতার ব্যবসা ঋণের বিষয়ে তদন্তে হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ব্যবসা-সংক্রান্ত ঋণের বিষয়ে তদন্তে নেমেছে হোয়াইট হাউস। জ্যারেড কুশনারের রিয়েল এস্টেট ব্যবসায় পাঁচ লক্ষাধিক ডলার বিনিয়োগের বিষয়টি তদন্তে স্থান পাবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এ ক্ষেত্রে প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার পাশাপাশি কোনো ফৌজদারি আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখবে হোয়াইট হাউস। এর আগে, ইবি-ফাইভ ভিসা প্রোগ্রামের অপব্যবহারের বিষয়ে তদন্ত করে নিউইয়র্ক সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু সেক্টরে পাঁচ লক্ষাধিক ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রদান করা হয় ইবি-ফাইভ ভিসা প্রোগ্রামে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist