নিজস্ব প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

৩ দিনব্যাপী ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো উদ্বোধন

অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে হবে

- সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। সরকারি উদ্যোগে সব উপজেলায় ফায়ার স্টেশন করার কাজ শেষ হচ্ছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও ফায়ার স্টেশন হচ্ছে। আমরা ছোট ও মাঝারি বহু কারখানা পরিদর্শন করেছি। অগ্নিদুর্ঘটনার বড় কারণ বিদ্যুতের শর্টসার্কিট। এ ক্ষেত্রে বিদ্যুতের তার মানসম্মত থাকে না। অবকাঠামোর অনুমোদন থাকে না। বাংলাদেশ বিল্ডিং কোড করা হয়েছে। তা বাস্তবায়নের জন্য বেগুলেটরি অথরিটি তৈরি করা হবে। বিএসটিআইকে শক্তিশালী করতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন কোর্স চালু করছে। সেখানে পাঠ্যক্রম উন্নত করতে হবে। যে তরুণরা পাঠগ্রহণ করবে, তাদের জন্য ক্যারিয়ার প্ল্যান তৈরি করতে হবে। গতকাল শনিবার তিন দিনব্যাপী নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয় এই প্রদর্শনীর। এটি আয়োজন করেছে ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসাবের সভাপতি মো. নিয়াজ আলী চিশতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি সালমান এফ রহমান আরো বলেন, ‘আমাদের দেশে নিরাপত্তাপণ্য তৈরি করে তা রপ্তানির ব্যবস্থা করতে হবে। এ জন্য যারা আমদানি করেন, যারা বিদেশি তারা এ দেশে এই খাতে বিনিয়োগ করতে পারেন। কারন যখন এ দেশে ঘরে ঘরে বিদ্যুৎ গেল, তখন দেশে টিভির বাজারও তৈরি হয়েছিল। বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের দেশে বিনিয়োগ করেছে, উৎপাদন করেছে। আগুন প্রতিরোধের পণ্য এ দেশে তৈরি করা সম্ভব। দেশের অগ্রগতি ধরে রাখতে হলে অগ্নিঝুঁকি কমাতে হবে। নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে। রানা প্লাজা ও তানজীন গার্মেন্টে দুর্ঘটনার পর আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করতে ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের দেশে অগ্নিদুর্ঘটনারোধের জন্য বিভিন্ন সরঞ্জাম আনা হয়েছে। সবচেয়ে উঁচু লেডার আনা হয়েছে। ঢাকা শহরের বহুতল ভবনে এখন অগ্নিনির্বাপণ সহজ হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জিএম ফিল, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসাবের সভাপতি মো. নিয়াজ আলী চিশতি। ইসাবের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসাবের সহসভাপতি ও ইসাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম শাহজাহান সাজু।

বিশেষ অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য গবেষণা দরকার। এ জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। জটিল অগ্নিনির্বাপণ ব্যবস্থা তৈরি হয় ঝুঁকিপূর্ণ কারখানার জন্য। ঝুঁকিপূর্ণ রাসায়নিক কারখানা সরাতে হবে। কারখানাসহ সব আবাসিক এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার বিকল্প নেই। আমরা অগ্নিদুর্ঘটনা গবেষণার জন্য আর্কাইভ ও লাইব্রেরি-সমৃদ্ধ করছি। বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এ ক্ষেত্রে আরো ভালো পদক্ষেপের সঙ্গে এগোতে চাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close