নিজস্ব প্রতিবেদক

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৪

বেড়েছে ডিমের দাম, স্বস্তি ফিরেনি সবজিতে

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কমেছে মুরগির দাম। ব্রয়লার ও সোনালি উভয় মুরগির দাম কেজিতে ১০ টাকা করে কমেছে। ঊর্ধ্বমুখী পেঁয়াজের দামও। বেশ কয়েক সপ্তাহ আগে সবজির দাম বেড়েছে তা এখনো কমেনি। চালের দাম ভোটের সময় যে হারে বেড়েছিল এখনো তা সহনীয় পর্যায়ে আসেনি। তাতে সাধারণ ক্রেতারা পড়েছেন অস্বস্তিতে।

গতকাল শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। পাড়া-মহল্লার খুচরা দোকানে এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। একটি ডিম ১৩ টাকা দরেও বিক্রি হতে দেখা গেছে। সে হিসাবে ডজন পড়ছে ১৫৬ টাকা। তবে বড় বাজারে ডিমের ডজন ১৪০ থেকে ১৪৫ টাকায় মিলছে।

পাইকারি ডিম বিক্রেতারা জানান, মুরগির খাবারের দাম বেড়ে গেছে। এতে ডিম উৎপাদনের খরচ বেড়েছে। দ্বিতীয়ত, শীতকালীন সামাজিক অনুষ্ঠান আয়োজনের হার বাড়ায় চাহিদাও দিন দিন বাড়ছে। দুইয়ে মিলে ডিমের দাম বাড়ছে।

সবজির বাজারে অস্বস্তি দীর্ঘদিনের। যদিও এখন শীতকাল, চলছে সবজির ভরা মৌসুম। তারপরও বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। প্রতিটি লাউ ১০০ টাকা ছাড়িয়েছে যা সাধারণের নাগালের বাইরে। এছাড়া মৌসুমি ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। একটি মাঝারি আকারের লাউ ১০০ থেকে ১২০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। খুচরা বাজারে শীতকালীন বেগুন ৯০ থেকে ১১০ টাকা কেজি, দেশি শিম ৬০ থেকে ১০০ টাকা, টমেটো ৭০ থেকে ৯০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বাজারে আলুর দাম কিছুটা কমতে শুরু করেছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। অন্য বছরের স্বাভাবিক সময়ের তুলনায় এর দাম বেশি হলেও শেষ কয়েক মাসের তুলনায় কম।

চলতি সপ্তাহে পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত রপ্তানি বন্ধ করার পরে নভেম্বর-ডিসেম্বরে উত্তপ্ত ছিল দেশের পেঁয়াজের বাজার। জানুয়ারি মাসে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম ৮০ টাকার মধ্যে নেমে আসে। মাসের শেষে নতুন করে বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। পাড়া-মহল্লার খুচরা বাজারে বেশিরভাগ দোকানেই নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। পুরোনোর কেজি ৯০ টাকা। তবে পাইকারি বাজারে ৮০ টাকায়ও পাওয়া যাচ্ছে।

চালের দাম ৬ টাকা বেড়ে এখন ২ থেকে ৩ টাকা কমেছে। ভোটের সময় সারা দেশে অস্বাভাবিকভাবে বেড়েছিল চালের দাম। সে সময় প্রতি কেজি চালের দাম ৬ টাকা পর্যন্ত বাড়ে। এরপর গত দুই সপ্তাহ ঢাকাসহ সারা দেশে মজুদবিরোধী অভিযান শুরু করে খাদ্য অধিদপ্তর। এ অভিযানের ফলে কোথাও কোথাও ধান ও চালের দাম কিছুটা কমেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগেই উচ্চমূল্যে থাকা চালের দাম কমেছে সামান্যই। বাজারে মিনিকেট চাল কেজিতে সাড়ে ৬ টাকা বাড়লেও অভিযানের পর কমেছে ২ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close