প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৪

উত্তরাঞ্চলে কমেছে শীত দক্ষিণে বৃষ্টিতে দুর্ভোগ

কাটতে শুরু করেছে কুয়াশার চাদর; কমতে শুরু করেছে শীতের দাপট। দীর্ঘ এক মাসে লালমনিরহাটের মানুষ সূর্যের দেখা পেয়েছে মাত্র তিন দিন। উত্তরের ৮ জেলার একই অবস্থা ছিল। দক্ষিণের জেলা খুলনায় বৃষ্টি আর হিমেল বাতাসে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। গতকাল বুধবার ভোর ৬টায় ঠাকুরগাঁওয়ে ১২.৬, লালমনিরহাটে ১৩, গাইবান্ধায় ১৩.৩, নীলফামারীতে ১১, দিনাজপুরে ১১.১, কুড়িগ্রামে ১২.৭, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৩ ও রংপুরে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন প্রায় সবক’টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল। রংপুর বিভাগীয় প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে। দিনাজপুরের আশপাশের অঞ্চলে আকাশে শুধু মেঘ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।’ প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : জেলার আদিতমারীতে শীতবস্ত্র বিতরণে অনিয়ম নজরে এসেছে। বেশকিছু জনপ্রতিনিধি ও প্রান্তিক লোকজন বলছেন, শীতবস্ত্রের সংকট কাটছে না। ইউনিয়ন পরিষদের সদস্যরা শীতবস্ত্র পাচ্ছেন না। গরিবের ঘরে পৌঁছায়নি শীতবস্ত্র। পছন্দসই কিছু জনপ্রতিনিধির ভাগ্যে স্বল্পসংখ্যক কম্বল জুটেছে। মধ্যস্বত্বভোগীদের দেওয়া হচ্ছে এসব সরকারি কম্বল। এ বিষয়ে কথা বলতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) বারবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। মোবাইল ফোনে খুদেবার্তা পাঠালেও ফোন ধরেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close