টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০২৪

ময়দান প্রস্তুতির কাজে ছাত্ররাও

তুরাগতীরে ইজতেমা

কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদ। এ নদের তীরে প্রতি বছর অনুষ্ঠিত হয় মুসলিম উম্মাহর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। এরই মধ্যে আসন্ন ইজতেমার প্রস্তুতি কাজ পুরোদমে শুরু হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দফা ইজতেমা। এরপর মাঝে ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় শুরু হবে মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ২য় দফা বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।

গতকাল বুধবার সরেজমিন ঘুরে দেখা যায়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমার প্রস্তুতি কাজ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্রও এসেছেন এ প্রস্তুতি কাজে। প্যান্ডেল তৈরির কাজ ছাড়াও রাস্তা মেরামত, মাইক টাঙানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ময়দানের আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন মুসল্লিরা। এরই মধ্যেই অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে বিশ্ব ইজতেমা আয়োজকরা জানান।

ঢাকার যাত্রাবাড়ী এলাকার আনোয়ারুল ইসলাম (হালকা নং-৪০৭) বলেছেন, ১৫০ জন সাথী ভাই নিয়ে ময়দানের কাজ করছিলেন। আল্লাহর মেহমানরা ইবাদত বন্দেগি করতে আসবেন। তারা যেন সুন্দরভাবে ইবাদত বন্দেগি করতে পারেন সে দিক খেয়াল রেখে ময়দানের কাজ করে যাচ্ছি। টঙ্গীর দত্তপাড়া এলাকার মুসল্লি মো. মাজহারুল ইসলাম জানান, বিদেশি মেহমানদের কামরা পরিষ্কার করছি। যাতে তারা ইজতেমা ময়দানে এসে কোনো প্রকার কষ্ট না পান।

মাওলানা যোবায়েরের অনুসারী বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হবে। এরই মধ্যে ময়দানের অধিকাংশ কাজ শেষ হয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে চলছে ইজতেমার প্রস্তুতি কাজ, সওয়াবের আশায় স্বেচ্ছাসেবীরা ময়দানে কাজ করছেন। আর বাকি কাজ আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে, যথা সময়ে ইজতেমা শুরু হবে ইনশাআল্লাহ।

টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ব ইজতেমা ময়দানে প্রস্তুতির কাজ চলছে। অন্যবারের চেয়ে এবার ময়দানে আগত দেশ-বিদেশের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিক তৎপর থাকবে। এখন ময়দান প্রস্তুতের কাজ প্রায় শেষের পথে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এবারের বিশ্ব ইজতেমা সফল করতে আগত মুসল্লিদের সেবায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close