প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ নভেম্বর, ২০২২

আজকের এই দিনে

আজ ২৪ নভেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব বিষয় নিয়েই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৬৩৯ : ডেরিনিয়ার হরফ প্রথমবারের মতো শুক্র গ্রহের গতিবিধি লক্ষ্য করেন।

১৭১৫ : টেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল।

১৭৫৯ : ভিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।

১৮০০ : ফোর্ট উইলিয়াম কলেজের কর্মযাত্রার সূচনা।

১৮৩১ : ব্রিটিশ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।

১৯৩৩ : বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশ।

১৯৯৫ : বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম সংসদ ভেঙে দেওয়া হয়।

২০১২ : আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরো তিন শতাধিক শ্রমিক।

জন্ম :

১৮৬০ : গণিতজ্ঞ কালীপদ বসু।

১৯০৪ : হাতেম আলী খান, রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য।

১৯৩১ : রবি ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু :

১৫০৪ : স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা।

১৫২৪ : বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামা।

১৮৮৪ : বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ।

১৯৩৪ : বীরেন্দ্রনাথ শাসমল, বাঙালি জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা।

২০১৭ : সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close