অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৪
তিন বছর পর ঘরের মাঠে টেস্ট জয়
ইংল্যান্ডকে হারিয়ে ‘কুফা’ কাটল পাকিস্তানের
নিজের ঘরই যেন অচেনা হয়ে গিয়েছিল পাকিস্তানের। প্রায় তিন বছর ধরে (সর্বশেষ ২০২১ সালে) তারা ঘরের মাঠে জিততে পারেনি একটি টেস্টও। অবশেষে ‘কুফা’ কাটল ইংল্যান্ডকে হারিয়ে।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১৫২ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতাও ফিরিয়েছে শান মাসুদের দল।
পাকিস্তানের এই স্বস্তির জয়ের কারিগর স্পিনাররা। প্রথম ইনিংসে সাজিদ খান নিয়েছিলেন ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে একাই ৮ উইকেট শিকার করলেন আরেক স্পিনার নোমান আলি।
টেস্ট অধিনায়ক হিসেবে শান মাসুদের প্রথম জয় এটি, এর আগে টানা ছয় টেস্টে তার নেতৃত্বে হেরেছে পাকিস্তান।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন