reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২৪

ইতিহাস গড়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

ছবি : সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস গড়া জয়ে সিরিজ ঘরে তুলেছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়েকে মাত্র ৮২ রানে অলআউট করে ব্যাট হাতে ঝড় তুলে ৫৫ বল আর ৯ উইকেট হাতে রেখেই সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচটি জিতে নিয়েছে স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করে জয় পাওয়া টি-টোয়েন্টি ম্যাচের ইতিহাসে এটিই লঙ্কারদের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১১ সালে ১৬ বল হাতে রেখে ৯ উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টি ছিল লঙ্কানদের সবচেয়ে বড় জয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ১ রানের মাথায় গোল্ডেন ডাক (১ বলে ০) মেরে সাজঘরে ফেরেন ওপেনার ক্রেইগ এরবিন। আরেক ওপেনার তিনাস কামুনহুকামউ করেন ১৪ বলে ১২ রান। দলের হয়ে সর্বোচ্চ ১২ বলে ২৯ রান করেন ব্রিয়ান বেনেট। এ ছাড়া ১৫ রান করেছেন শেন উইলিয়ামস।

শেষদিকে ১৮ রান তুলতেই ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। অবশেষে ১৪.১ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

সহজ লক্ষ্য তাড়ায় ব্যাট করতে দুর্দান্ত শুরু করেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। উদ্বোধনী জুটিতেই ৬৪ রান তোলেন তারা। ২৭ বলে ৩৩ রান করে উইলিয়ামসের বলে মেন্ডিস আউট হলেও অপরাজিত ২৩ বলে ৩৯ রানের ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন নিশাঙ্কা। অবশেষে ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরিজ জয়,শ্রীলঙ্কা,ইতিহাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close