ক্রীড়া প্রতিবেদক

  ২৩ মে, ২০২২

মুশফিক-লিটনের ব্যাটে লড়াইয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টে শুরুতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ দল মুশফিকুর রহীম ও লিটন দাসের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পঞ্চম ও ষষ্ঠ স্থানে নামা এই ব্যাটারের নৈপুণ্যে দলীয় সংগ্রহ ২৩ ওভারে ৬৬/৫ রান। এখন লাঞ্চ বিরতিতে টাইগার ও শ্রীলঙ্কা দল।

লঙ্কানদের বিপক্ষে সকালে ম্যাচের শুরুতে ৬ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের রান ২৪—স্কোরকার্ডের এই ছবিটা এক টুকরো দুঃস্বপ্নই মনে হচ্ছিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে তখন বাংলাদেশ দলের সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ঘাঁটাঘাঁটি শুরু হয়। মুশফিকুর রহিম ও লিটন দাসের জুটির শুরুটা তখনই।

চট্টগ্রাম টেস্টেও টপ অর্ডারে ছোট্ট ধসের পর লিটন-মুশফিকের ১৬৫ রানের জুটি বিপদমুক্তির পর বাংলাদেশের দাপুটে অবস্থান নিশ্চিত করেছিল। আজ সেই জুটির সৌজন্যে বাংলাদেশ প্রথম সেশনে দলের টেস্টের সর্বনিম্ন স্কোর ৪৩ ছাড়িয়ে গেছে। প্রথম সেশন শেষে বাংলাদেশ দলের রান ৫ উইকেটে ৬৬, দুজনের অপরাজিত জুটি ৪২ রানের। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত মুশফিক ২২ ও লিটন ২৬ রানে অপরাজিত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুশফিক,লিটন দাস,ক্রিকেট,ঢাকা টেস্ট,মিরপুর স্টেডিয়াম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close