reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০২১

আবারও টস জয়, প্রথম ব্যাটিংয়েই থাকল বাংলাদেশ

ছবি- প্রতিদিনের সংবাদ

পাকিস্তানের সঙ্গে এবারের সিরিজে মাহমুদউল্লার টস ভাগ্য ভালোই বলা যায়। টি-টোয়েন্টির শেষ ম্যাচেও টস জিতলো টাইগার দলপতি।

দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়ে ফেলেছে বাংলাদেশ। সোমবার সান্ত্বনার জয়ের খোঁজে টস জিতে এবারও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচেও টস জিতে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। সে দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ১২৭ ও ১০৭ রান। প্রথম ম্যাচে হারের ব্যবধান ৪ উইকেটে আর পরেরটিতে ৮ উইকেটে।

এবার শেষ ম্যাচে শেষ হাসি ফোটাতে পারবে তো মাহমুদউল্লারা। এমনটাই জিজ্ঞাসা টাইগার ভক্তদের।

প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামলেও শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। মোস্তাফিজের বদলে সুযোগ পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে ডানহাতি এই পেসারের।

এছাড়া ওপেনার সাইফ হাসানের বদলে এসেছেন শামীম হোসেন। অন্যদিকে পেসার শরিফুলের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

অন্যদিকে পাকিস্তান চারটি পরিবর্তন এনেছে। অনুমিত ভাবেই নেই শোয়েব মালিক। ছেলের অসুস্থতার কারণে দুবাই চলে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে শাহনেওয়াজ দাহানির। এছাড়া ফিরেছেন সরফরাজ আহমেদ, ইফতেখার আহমেদ ও ওসমান কাদির।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টস জয়,ব্যাটিংয়ে বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close