reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০২০

আইপিএল হবে কি হবে না?

আইপিএল শুরুর দিনক্ষণ ধরা হয়েছে ১৫ এপ্রিল। তবে ভারতে দিন দিন করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সময়ে খেলা শুরু নিয়ে সংশয় আছে। এখন ভাবা হচ্ছে জুলাই বা সেপ্টেম্বরের কথা।

বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলো চাচ্ছে প্রচলিত নিয়মে ৬০ ম্যাচের টুর্নামেন্ট হিসেবেই আইপিএল আয়োজিত হোক। যদি এখন না করা যায় তাহলে পরে, যদি ভারতে না করা যায় তাহলে বিদেশে, যদি বিদেশি ক্রিকেটার না পাওয়া যায় তাহলে অল্প দিয়েই। দেরিতে, বিদেশে এবং কম বিদেশি দিয়ে হলেও আইপিএল যেন পুরোটাই হয়, এমনটাই এখন ভাবনা।

বিসিসিআইর সঙ্গে আলাপে ফ্র্যাঞ্চাইজিগুলো 'প্ল্যান বি'তে একমত হয়েছিল। জুন থেকে ভারতসহ অন্যান্য আন্তর্জাতিক দলের ব্যস্ততা থাকায় ম্যাচ সংখ্যা কমিয়ে মে-র মধ্যেই আইপিএল শেষের কথা ভেবেছিল সবাই। কিন্তু ম্যাচ কমে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে বেশি—এমন চিন্তায় পুরো ৬০ ম্যাচের টুর্নামেন্টই চান সবাই। এ ক্ষেত্রে জুলাই ও সেপ্টেম্বরের কথা ভাবা হচ্ছে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে এ সময়ে ব্যস্ততা খুব বেশি নেই।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইপিএল,করোনাভাইরাস,সংক্রমণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close