reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মার্চ, ২০২০

করোনায় দেশের সব খেলাধুলা আপাতত বন্ধ

করোনাভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্রিকেট-ফুটবলসহ সব ধরনের খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফলে শুরুর পরই বন্ধ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে কয়েকটি ফেডারেশন নিয়ে বৈঠক করেন প্রতিমন্ত্রী রাসেল। এরপর বেরিয়ে জানান তাদের সিদ্ধান্তের কথা।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবার আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা বন্ধ রাখুন। এছাড়া আন্তর্জাতিক কোনো ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করছি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খেলাধুলা,ক্রিকেট-ফুটবল,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close