reporterঅনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর, ২০১৯

রদ্রিগোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার রদ্রিগো সিলভার হ্যাটট্রিকে গ্যালাতাসারেকে গুড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের খেলায় গ্যালাতাসারের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

ম্যাচের প্রথম ৬ মিনিটেই প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ান রদ্রিগো। এরমধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম জোড়া গোল ও সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবেও গোলের রেকর্ড গড়েন এই তরুণ খেলোয়াড়।

৩ মিনিটে মার্সেলোর ক্রস নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত শটে দলকে লিড এনে দেন রদ্রিগো। মিনিট তিনেক পর আবারও মার্সেলোর ক্রসে গোল করেন এই তরুণ। ১২ মিনিটের মাথায় টনি ক্রুসকে ফাউল করে রিয়ালকে পেনাল্টি উপহার দেন স্টিভেন এন’জঞ্জি। রদ্রিগোর রেকর্ড হ্যাটট্রিকের সুযোগ থাকা সত্ত্বেও পেনাল্টি নিতে এগিয়ে আসেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। রামোসের গোলের পর পুরো ম্যাচই ছিলো রিয়ালের নিয়ন্ত্রণে।

মাঝে করিম বেনজামা দুটি গোল করে ব্যবধান ৫-০ করেন। শেষ মিনিটে গোল দিয়ে ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো হ্যাটট্রিক পূরণ করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চ্যাম্পিয়নস লিগ,রিয়াল মাদ্রিদ,হ্যাটট্রিক,রদ্রিগো সিলভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close