reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০১৮

নির্বাচন নিয়ে যা বললেন মাশরাফি

বৃহৎ পরিসরে দেশের জন্য কিছু করার সুযোগকে কাজে লাগাতেই নির্বাচনে এসেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, ‘আমার ক্যারিয়ার অবশ্যই লাস্টের দিকে। সো, এরপরে হয়তো বা ধরেন আমি না শচিন টেন্ডুলকার বা আমি ম্যাকগ্রা, যে মানুষ আমার কথা স্মরণ রাখবে। আমি আমার মতো করেই ক্রিকেটটা খেলেছি, আমার মতো করেই আমার স্ট্রাগলিং লাইফে যতটুকু পেরেছি, খেলেছি। তবে আমি সবসময় এনজয় করেছি মানুষের জন্য কাজ করতে পারা।’

তিনি আরও বলেন, ‘এটা আমার একটা ছোট বেলার শখ ছিল বলতে পারেন। ছোট বেলার চাওয়া ছিল। এই সুযোগটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। এই কারণেই বৃহৎ পরিসরে যদি কিছু করা যায়, সেই সুযোগটাই আরকি।’

মাশরাফি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে, আপনার নিজস্ব পারসোনালিটি থাকা উচিত। আপনি যদি কোনো দলকে সাপোর্ট করেন অবশ্যই প্রকাশ্যে সেটা বলা উচিত। আপনে বলবেন না, এ রকম অনেকেই আছে, সাপোর্ট করে কিন্তু বলে না। সো, আমার কাছে মনে হয় যে, প্রত্যেকে যে যার দল করে, ঠিক সেই সম্মানটা তার প্রতি থাকা উচিত এবং তার মতো করে সে দেশের জন্য কাজ করবে এই মানসিকতায় থাকা উচিত।’

নির্বাচনে অংশ নেওয়া নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘যারা যে কমেন্টগুলা করছে ওইগুলাতো আমার নিয়ন্ত্রণে নাই বা আমি তাদের কিছু বলতে পারব না। তবে অবশ্যই আমার রেসপেক্ট ওনাদের ওপর আছে।’

বাংলাদেশ দলের এ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার শেষ আর শুরুতে কিছু যায় আসবে না। এটা আমি ভাবিওনি কোনোদিন, আর ভাবিও না। তবে অবশ্যই সিরিজটা জিততে চাই আমরা। আর আমার চোখে ঠিক আগের ১০টা সিরিজ যেভাবে খেলেছি, ঠিক সেভাবেই খেলব।’

এ সময় নির্বাচনী এলাকা নিয়ে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, ‘এখনো ঘোরার সুযোগ পাইনি আমি, যাওয়ার সুযোগ হয়নি। যেটা বললাম যে ‍সিরিজের জন্য এখনো আমি যেতে পারিনি। পুরা সিরিজটা খেলার পর আমি যাব। এখন তো নড়াইলের মানুষদের ওপরও অনেক কিছু ডিপেন্ড করছে। এখনো আমি যেতে পারিনি। যাওয়ার পরে হয়তো বা যে কাজগুলা আছে, সেগুলা আমি করব।’

মাশরাফি আরও বলেন, ‘আমি আপনাদের স্বপ্ন দেখাতে আসিনি। আর গতানুগতিক যদি হয়ে থাকে, আমি গতানুগতিক কথা বলতে চাই না। আর এমন কথা বলতে চাই না, যেটা আপনি কাল সকালে মিলাতে পারবেন না। সেই সুযোগটা যদি কখনো আসে, আপনার এখনই চিন্তা করার সুযোগ নেই আমি নির্বাচিত হয়ে গেছি। যদি নির্বাচিত হওয়ার পর সুযোগ টা আসে, তখন আমার কাজগুলো যদি ভালো মনে হয় তখন কইরেন (রিপোর্ট), মনে চাইলে তখন প্রশ্ন কইরেন।’

প্রসঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাশরাফি। তবে ক্রিকেট থেকে পুরোপুরি অবসর না নিয়ে কেন নির্বাচন করছেন-এটা নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে ওয়ানডে দলের এই অধিনায়ককে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নির্বাচন,মাশরাফি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close