ক্রীড়া ডেস্ক

  ০৫ জুন, ২০১৮

আজ দেরাদুনে দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা যে চ্যালেঞ্জিং হবে সেটা বোঝা গেল প্রথম ম্যাচেই। দেরাদুনে রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজ শুরুর ম্যাচে আফগানদের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই রশিদ-নবি-স্ট্যানিকজাইদের কাছে স্র্রেফ খড়-কুটোর মতো উড়ে গেছে সাকিব আল হাসানের দল।

দুঃস্মৃতির সেই ক্ষতটা তাজা থাকতেই ফের মাঠে নামতে হচ্ছে টাইগারদের। লড়াইয়ের ভেন্যু সেই একই, দেরাদুন। এখানেই আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে অসহায় আত্মসমর্পণ করার পর সংবাদ সম্মেলনে অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন টাইগার দলপতি। সাকিবের কথাটা ফাঁকা বুলি ছিল কিনা সেটা জানিয়ে দেবে আজকের ম্যাচের ফলটাই।

অবশ্য সিরিজ শুরুর আগে থেকেই ফেভারিট ছিল আফগানিস্তান। শুরুর ম্যাচে তারা খেলেছে ফেভারিটের মতোই। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাটুকু করতে পারেনি টাইগাররা। ৪৫ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আফগান ব্যাটসম্যানরা রীতিমতো শাসন করেছেন টাইগার বোলারদের। অন্যদিকে নিজেদের ইনিংসে রশিদ খানের ঘূর্ণির কবলে নাগাল হয়েছে বাংলাদেশ। আজও আফগান এই স্পিনারকে ঘিরেই সাকিবদের যত ভয়।

ম্যাচ শেষে সাকিব হারের মূল দায় দিলেন শেষের বাজে বোলিংকে। তারপর হয়ত অধিনায়কের মনে পড়ল সব বিভাগেই নিজেদের বাজে পারফরম্যান্স। মেনে নিলেন এই ম্যাচে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব। তিনি বলেছেন, ‘এমনিতে আমরা বোলিং ভালোই করেছি। শুধু শেষ চার ওভারই ব্যতিক্রম। সেটিরই মূল দিতে হয়েছে আমাদের। ৪ ওভারে ৬০ রানের বেশি দেওয়া আদর্শ কিছু নয়। ওদের চার উইকেট পড়ে গিয়েছিল একশর আগেই।’

সাকিব আরো বলেছেন, ‘অনেক দিকেই খেয়াল দিতে হবে আমাদের। অনেক উন্নতি করতে হবে। তবে বলতেই হবে, ওরা ভালো দল। ভালো ব্যাটিং-বোলিং করেছে, ফিল্ডিংও ভালো করেছে। সব বিভাগেই ওরা আমাদের উড়িয়ে দিয়েছে।’

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও আফগানিস্তান,টি-টোয়েন্টি সিরিজ,সাকিব আল হাসান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist