reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০১৮

আর্জেন্টিনা দলের সমর্থক গোষ্ঠী ‘বারা ব্রাভা’ বিশ্বকাপে নিষিদ্ধ

আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের সংগঠন ‘বারা ব্রাভা’কে আসন্ন রাশিয়া বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ব¦কাপের আয়োজক কমিটি এই দিষেধাজ্ঞা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়। ফুটবল মাঠে সমর্থক হিসেবে বারা ব্রাভাদের সুখ্যাতির চেয়ে কুখ্যাতিটাই বেশি। এ কারণেই ২০১৮ বিশ্বকাপে এই সমর্থক সংগঠনটি প্রবেশ করতে পারছে না রাশিয়ায়। ১৯৫০ সালে আর্জেন্টিনায় বারা ব্রাভা সংগঠনটি গড়ে ওঠে। ইউরোপের চরমপন্থি সমর্থক সংগঠনের আদলে গড়ে ওঠা সংগঠনটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে লাতিন আমেরিকার অন্য দেশেও। মাঠে আর্জেন্টিনার খেলা চলছে আর গ্যালারিতে এই সমর্থক গোষ্ঠী ঝামেলা করেনি এমন ইতিহাস খুব কমই আছে। হাতাহাতি-মারামারি এমনকি মাঠে বোমা-পটকাও ফাটায় তারা। প্রায় প্রত্যেকটি বিশ্বকাপেই এই ব্রাভাদের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) কাছে অভিযোগ আসে। তাই বিরক্ত হয়েই এবার আয়োজক রাশিয়াকে একদম ৩ হাজার সমর্থকের একটি তালিকা পাঠিয়ে দিয়েছে এএফএ। তালিকায় নাম থাকা বারা ব্রাভারা মাঠে ঢুকতে পারবে না। পাশাপাশি বারা ব্রাভারা যেন কাউকে ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়তে না পারে সেদিকে চোখ রাখার জন্য আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকেও ৬ জন প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বারা ব্রাভা,বিশ্বকাপ,আর্জেন্টিনা,সমর্থক গোষ্ঠী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist