reporterঅনলাইন ডেস্ক
  ২০ মার্চ, ২০১৯

রাজধানীতে জমজমাট বেসিস সফট এক্সপো

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ৩ দিনব্যাপী দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জনপ্রিয় প্রদর্শনী ১৫তম বেসিস সফটএক্সপো ২০১৯।

গতকাল মঙ্গলবার উদ্বোধনের প্রথম দিনেই মেলার ১২টি রেজিস্ট্রেশন বুথে উপচে পড়া ভিড় দেখা গেছে। দেশি-বিদেশি বিভিন্ন সেমিনার ও কোম্পানির সফটওয়্যার প্রদর্শনীর মাধ্যমে তিন দিনব্যাপী বেসিস সফটএক্সপো ২০১৯ চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত।

প্রায় ২৫০টি কোম্পানির অংশগ্রহণে এবারের বেসিস সফটএক্সপো ২০১৯ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সফটএক্সপো হিসেবে পরিচিতি লাভ করেছে।

পূর্বপরিকল্পনা ও ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকেই আইসিসিবিতে দেশি বিদেশি সফটওয়্যার কোম্পানিগুলো তাদের স্টলগুলোতে নিজ নিজ সেবা ও সার্ভিস প্রদর্শন শুরু করে।

এক্সপো চলাকালীন তিনদিনে আইসিটিবিষয়ক ৩০টির বেশি সেমিনার আয়োজিত হবে যেখানে শতাধিক আইসিটি বিশেষজ্ঞ বক্তব্য উপস্থাপন করবেন।

এদের মধ্যে কানাডা, ভারত, যুক্তরাষ্ট্র এবং সুইডেন থেকে বিদেশি আইটি এবং আইসিটি বিশেষজ্ঞরা প্যানেল বক্তা হিসেবে অংশ নেবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে এক্সপোতে প্রবেশ করা যাবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেসিস,সফটএক্সপো,প্রযুক্তি খাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close