reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি, ২০১৮

৭ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল আইসিটি মেলা

‘ডিজিটাল লিটারেসি ফর এভরিওয়ান’ স্লোগান সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে ডিজিটাল আইসিটি মেলা-২০১৮। রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটিতে বুধবার ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান। তিনি বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশের মানুষ। ডিজিটাল যন্ত্র এখন আমাদের হাতের নাগালেই। প্রতিবারের মতো এবারের মেলাতেও থাকছে নতুন নতুন প্রযুক্তিপণ্যের সমাহার। মানুষের কাছে সহজে ডিভাইস তুলে দেয়ার পাশাপাশি নানা ছাড় ও উপহার রাখা হবে মেলাতে।

পাঁচ দিনব্যাপী এ মেলায় অংশগ্রহণ করবে দেশের আইসিটি মার্কেটের ৬৫০টি আইটি প্রতিষ্ঠান। মেলার বিশেষ আকর্ষণ থাকবে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেলিব্রিটিদের মেলা পরিদর্শন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে মেলায় প্রবেশ ও মেলা পরিদর্শনের ব্যবস্থাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া মেলা চলাকালে প্রবেশ টিকিটের ওপর র‌্যাফল ড্র হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, আশিক, হাসান রিয়াজ, রফিকুল ইসলাম বিল্লু, রাশিদুল ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান তুহিন, ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলাম হাজারী, নিয়ামত হোসেন প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিটি,কম্পিউটার সিটি,ডিজিটাল আইসিটি মেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist